সোমবার, 04 ডিসেম্বর 2023
নিজস্ব প্রতিবেদক বিনিয়োগ অত্যন্ত লাভজনক হওয়ায় কানাডার আবাসন খাতে অনিয়মের ছড়াছড়ি চলছে। বাড়ী বেচাকেনার সময় অনেক ক্ষেত্রেই নিয়ম কানুন অনুসরণ করা হচ্ছে না। বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে আসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের অর্থ বিনিয়োগের বিষয়টি বিবেচনা করলে এ খাত অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগাযোগে জানা গেছে। আকার বিবেচনায় দেশের আবাসন খাতে বিপুল পরিমাণ অর্থ লেনদেন এবং হাত বদলানো অতি সাধারণ ঘটনা। এ কারণে বিদেশ থেকে পাচার হয়ে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আসা অর্থ বিনিয়োগের বিষয়…
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক অপরাধী চক্র তাদের কর্মকাণ্ডে তহবিল যোগাতে কানাডার লাভজনক আবাসন খাতকে অবৈধভাবে ব্যবহার করছে। এ কাজে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার প্রমান পাওয়া গেছে। প্রচলিত আইনের ফাঁক গলে আবাসন খাতকে মুদ্রা পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। প্যারিস-ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি এক প্রতিবেদনে এসব মন্তব্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেডারেল সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে। আবাসন খাত ছাড়াও দাতব্য সংস্থা ও…
নিজস্ব প্রতিবেদক বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অর্থ বিনিয়োগের কারণে অস্বাভাবিক ফুলে ফেঁপে ওঠা কানাডার আবাসন খাত দেশটির জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। মুদ্রা পাচার, কর ফাঁকি, মাদক চোরাচালান, ঘুষ বা দুর্নীতি এবং আন্তর্জাতিক অপরাধী চক্রের টাকা অবাধে এ খাতে বিনিয়োগের কারণে বাড়ী কেনা এখন অসংখ্য কানাডিয়ান নাগরিকের সামর্থ্যের বাইরে। বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে অর্জিত অর্থ বিনিয়োগের নিরাপদ জায়গা হিসেবে কানাডার সুনাম বহির্বিশ্বে এখন সর্বজনবিদিত। এ কারণে দেশটিকে উচ্চ মূল্য দিতে হতে পারে এবং সাধারণ মানুষ ইতোমধ্যে এর মূল্য দিতে শুরু…
নিজস্ব প্রতিবেদক নিজের একটা বাড়ি কেনা কানাডিয়ানদের জীবনে অন্যতম বড় স্বপ্ন। কিন্তু দিন দিন মানুষের এ স্বপ্নের অপমৃত্যু ঘটছে, এ মন্তব্যের কারণে বিবাদে জড়িয়ে পড়েছে আবাসন খাতে প্রতিনিধিত্বকারী অন্টারিও প্রদেশের শীর্ষ দু’টি সংগঠন। অন্টারিও রিয়েল এস্টেট এসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা টীম হুদাক আবাসন খাতের ওপর এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য বাড়ি কেনার স্বপ্ন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। জীবনের অন্যতম বড় স্বপ্ন বাড়ি কেনার বিষয়টি যেন আগামী প্রজন্মের জন্য দুঃস্বপ্নে পরিণত না হয়…

ads

পুরনো খবর খুঁজুন

« December 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
স্বত্ব © Canadar Khobor Inc.
সম্পাদকঃ শাহানা খান
নির্বাহী সম্পাদকঃ শাহরিয়ার সোহেব
ইমেইলঃ এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।
ফোনঃ +1 (647) 716-4529, +1 (416) 320-3070