ডেস্ক রিপোর্ট
রাজধানী ঢাকার সাথে টরন্টো শহরের সরাসরি বিমান যোগাযোগ শুরু করার আগ্রহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট দুই দেশ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলীর সাথে ৫ ডিসেম্বর সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রেফনটেন সাক্ষাৎ করতে গেলে এ আগ্রহ প্রকাশ করা হয়।
প্রতিমন্ত্রী মাহবুব আলী এ সময় বলেন, টরন্টোর সাথে ঢাকার সরাসরি ফ্লাইট পরিচালনার যাবতীয় প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে। এটা দ্রুত বাস্তবায়ন করতে কানাডিয়ান হাইকমিশনের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রেফনটেন জবাবে বলেন, ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের আরো উন্নতি ঘটবে। এ ব্যাপারে কানাডিয়ান হাইকমিশন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে উল্লেখ করে বেনোয়া প্রেফনটেন অচিরেই ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
কানাডার একটি প্রতিনিধি দল এ মাসেই ঢাকায় গিয়ে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে। প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এবং হাইকমিশনার বেনোয়া প্রেফনটেনের এ সাক্ষাতের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব জননেন্দ্রনাথ সরকার ও কানাডিয়ান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর অ্যাঞ্জেলিনা ডার্ক উপস্থিত ছিলেন।