বিশেষ প্রতিবেদন নোভা স্কশিয়াতে বেড়ে ওঠা মাইরোন গ্যারন প্রতিষ্ঠিত হতে চলে আসেন টরন্টোতে। যোগ দেন নোভা স্কশিয়া ব্যাংকে। সেখানে পরিচয় সহকর্মী বার্নার সাথে। পরিচয় থেকে ঘনিষ্টতা। এক পর্যায়ে দু’জনে শুরু করেন সংসার। টরন্টো ইস্ট জেনারেল হাসপাতালে ১৯৬২ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান -- মাইকেল। কিন্তু দুর্ভাগ্য -- মাত্র তিন বছর বয়সে শিশু মাইকেলের হাতে দেখা দেয় সমস্যা। শিশুদের জন্য বিশেষ হাসপাতাল সিক কিডসে শুরু হয় তার চিকিৎসা। তাকে সুস্থ করতে একের পর এক চেষ্টা চলতে থাকে। কিন্তু মাইকেল সুস্থ…