ডেস্ক রিপোর্ট টরন্টোতে নির্মিত স্থায়ী আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র জন টরি ডেন্টোনিয়া পার্কে এ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন। একইসাথে এটি সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ফলক উন্মোচন উপলক্ষে ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও এমপি নাথানিয়েল এরিস্কিন স্মিথ, এমপিপি ডলি বেগম, এমপিপি রীমা বার্ন্স ম্যাকওয়াইন, সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, কাউন্সিলর গ্যারি ক্রোফোর্ড, সাবেক কাউন্সিলর জেনেট ডেভিস, কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য…