সোমবার, 04 ডিসেম্বর 2023
ডেস্ক রিপোর্ট টরন্টোতে নির্মিত স্থায়ী আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র জন টরি ডেন্টোনিয়া পার্কে এ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন। একইসাথে এটি সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ফলক উন্মোচন উপলক্ষে ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও এমপি নাথানিয়েল এরিস্কিন স্মিথ, এমপিপি ডলি বেগম, এমপিপি রীমা বার্ন্স ম্যাকওয়াইন, সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, কাউন্সিলর গ্যারি ক্রোফোর্ড, সাবেক কাউন্সিলর জেনেট ডেভিস, কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য…
ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বরের শুরুতেই খুলে দেয়া হচ্ছে অন্টারিওর সব শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ছাত্র-ছাত্রীদের সবাইকে করোনা টিকা দেয়া নিশ্চিত না করেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। স্কুলে ফেরার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মানসিকভাবে তারা ক্যাম্পাসে যেতে মুখিয়ে আছে। এ কারণে স্কুল খোলার সরকারের সিদ্ধান্তকে তারা সঠিক ও সময়োপযোগী বলে মনে করছেন। আবার অনেকে বলছেন, করোনার ডেল্টা ধরণের কারণে চতুর্থ ঢেউয়ে সামগ্রিক পরিস্থিতির কতটা অবনতি হতে…
নিজস্ব প্রতিবেদক অন্টারিওতে মূলত দারিদ্র্যের কারণেই পরিবারের সন্তানদের যেতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। খাদ্য, বাসস্থান ও অন্যান্য খরচ মেটানোর সামর্থ্য এসব পরিবারের না থাকায় অভিভাবকদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হচ্ছে শিশু-কিশোরদের। প্রথমবারের মতো পরিচালিত এক গবেষণার উদ্ধৃতি দিয়ে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিশু সহায়তা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা দেবোরাহ গুডম্যান বলেছেন, দারিদ্র্যের শিকার এসব পরিবার প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে, সময়মতো ঘরভাড়া দিতে পারছে না। অত্যন্ত চাপের মুখে কোন কোন অভিভাবক দু’টো এমনকি তিনটে কাজ করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় তাদের অনেকেই…
নিজস্ব প্রতিবেদক কালো টাকা ‘নিরাপদে’ লুকিয়ে রাখতে বিশ্বের বিভিন্ন দেশের ‘দুনীর্তিবাজ সম্পদশালীদের’ কাছে কানাডা আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দেশটির আর্থিক অপরাধ ও সুশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মালিকানার তথ্য গোপন রেখে আবাসন, পুঁজিবাজারসহ অন্যান্য খাতে বিনিয়োগের আইনি বৈধতা থাকায় মুদ্রা পাচারকারী, মাদক চোরাচালানি, ঘুষখোর বা দুর্নীতিবাজ, কর ফাঁকি দেওয়া ব্যবসায়ীসহ আন্তর্জাতিক অপরাধী চক্রের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে অভিবাসীদের এ দেশ। কানাডায় যে কেউ রাতারাতি ব্যবসা নিবন্ধন করে ব্যাংক একাউন্ট খুলতে, লোকবল নিয়োগ দিতে ও সম্পদ কিনতে পারে।…
নিজস্ব প্রতিবেদক কানাডার পাঁচটি শীর্ষ ব্যাংকের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার। দেশটির ব্যাংকিং খাত নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল কনজ্যুমার এজেন্সি অব কানাডার কমিশনার লুসি টেডেস্কো এক বিবৃতিতে এ তথ্য জানান। এপ্রিলেই আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পর্যালোচনা শুরুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে লুসি টেডেস্কো বলেন, “অভিযোগ ওঠা ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। তারা সহায়তার আশ্বাস দিয়েছেন।” মার্চের দ্বিতীয় সপ্তাহে সিবিসি টেলিভিশনে কানাডার শীর্ষস্থানীয় একটি ব্যাংকের তিন কর্মীর সাক্ষাৎকার…
নিজস্ব প্রতিবেদক টরন্টো শহরে অবৈধ মাদক ব্যবহার মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। মাত্রাতিরিক্ত মাদক ব্যবহারে প্রতি বছর মারা যাচ্ছে আড়াই শ’র বেশী মানুষ এবং দ্রুত এ সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার অবৈধ মাদক ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্য কর্মীদের ব্যবস্থাপনায় তিনটি কেন্দ্র পরিচালনা করতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বর্তমানে টরন্টোর কালোবাজারে কারফেন্টানাইল নামে অত্যন্ত ক্ষতিকর এক ধরণের মাদক পাওয়া যাচ্ছে। এছাড়া কালোবাজারে ফেন্টানিলের সাথে অনেক ক্ষেত্রে হেরোইন বা অন্য মাদক মিশিয়ে বিক্রি করা হচ্ছে। মাদকাসক্ত ব্যক্তিরা কালোবাজার থেকে…
নিজস্ব প্রতিবেদক অন্টারিওতে আইনজীবীর খরচ মেটানোর সামর্থ্য না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই বিচার পেতে জনগণ আদালতের শরণাপন্ন হতে পারে না এবং এ কারণে বিচার ব্যবস্থা অকার্যকর বলে মনে করে সংখ্যাগরিষ্ঠ মানুষ। বিচার বিভাগকে মান্ধাতার আমলের প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে তারা বলেছে, বিচার ব্যবস্থা এখন শুধু ধনীদের জন্য কাজ করে, আদালতের দরজা সাধারণ মানুষের জন্য খোলা নয়। ল’ ফাউন্ডেশন অব অন্টারিও এবং ল’ সোসাইটি অব আপার কানাডার সহযোগিতায় ‘দ্য একশন গ্রুপ অন এক্সেস টু জাস্টিস (টিএজি) প্রথমবারের মতো বহু বছরের পুরনো বিচার…
নিজস্ব প্রতিবেদক রাজিন্দর সিং শেখন অন্টারিও প্রদেশের বিভিন্ন শহর টরন্টো, উইন্ডসর এবং এজাক্সে চিকিৎসক হিসেবে কাজ করে আসছিলেন অনেক বছর ধরে। দীর্ঘ এ সময়ে সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন অবলীলায়। ব্যবস্থাপত্র ছাড়াই রোগীদের নেশার ওষুধ দিয়েছেন, কখনো বা নিজে এসব ব্যবহার করেছেন, আবার ইচ্ছামতো বিক্রি করে সরকারী তহবিল তছরুপ করেছেন। এক নারী রোগীকে বিছানার সাথে বেঁধে মাদকের ইনজেকশন দিয়ে নেশাগ্রস্থ করেছেন। এরপর যথেচ্ছভাবে ব্যবহার করেছেন তাঁকে। অবিশ্বাস্য মনে হলেও ডাক্তার সাহেব এ কর্ম করেছেন অনেক নারীর সাথেই। দ্য কলেজ…

পুরনো খবর খুঁজুন

« December 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
স্বত্ব © Canadar Khobor Inc.
সম্পাদকঃ শাহানা খান
নির্বাহী সম্পাদকঃ শাহরিয়ার সোহেব
ইমেইলঃ এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।
ফোনঃ +1 (647) 716-4529, +1 (416) 320-3070