ডেস্ক রিপোর্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ফরাসি সিনেমায় বাংলাদেশের তৈরী পোশাক শিল্প নিয়ে একটি সংলাপের বিষয়ে আপত্তি জানিয়ে তা প্রত্যাহারের অনুরোধ করেছে বিজিএমইএ। বাংলাদেশের তৈরী পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ বিষয়ে ৮ আগস্ট নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর অ্যান্থনি সারান্ডোসকে চিঠি দিয়ে এ অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, ডেভিড শ্যারন পরিচালিত ‘দ্য লাস্ট মার্সেনারি’ ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়। এর ইংরেজি একটি সংলাপের সাবটাইটেল ছিল "ইয়েস, বুলেটপ্রুফ টাক্সেডো, মেইড ইন ফ্রান্স। আই উড বি ডেড ইফ ইট…