সোমবার, 04 ডিসেম্বর 2023
নামে-বেনামে কোম্পানি খুলে ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। কমিশন বলছে, পি কে হালদার বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির নামে ১৭৮টি ব্যাংক হিসাবে প্রায় ৬ হাজার ৮১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন এবং এক কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচার করেছেন বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার জানান, বুধবার (১০ নভেম্বর) কমিশন সভায় এই অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার অনুমোদন দেওয়া…
আবুল হাসান মুহাম্মদ বাশার চোখ বন্ধ করলে এমন অনেক কিছু দেখা যায়, চোখ খুললে যা দেখা যায় না। আমার বন্ধ চোখে দেখা একটা দৃশ্য এরকম; একটা সাইকেল চলছে, যশোর শহর থেকে মাগুরামুখী ভাঙাচোরা ইটের রাস্তা, কখনো বা কাদামাটির পথ ধরে। আমি সামনের রডে বসা, আমার বড় একটা বোন পেছনের ক্যারিয়ারে। গন্তব্য ১৮ মাইল দূরে আমাদের গ্রাম- দেলুয়াবাড়ি। সাইকেলটা চালাচ্ছেন সুদর্শন এক তরুণ স্কুল শিক্ষক- আমার বড় ভাই মো: হারেজ আলী। অকাল পিতৃবিয়োগের পর ভাইবোনের লেখাপড়ার জন্য গ্রাম ছেড়েছেন। অনেক চেষ্টা…

পুরনো খবর খুঁজুন

« December 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

ads

স্বত্ব © Canadar Khobor Inc.
সম্পাদকঃ শাহানা খান
নির্বাহী সম্পাদকঃ শাহরিয়ার সোহেব
ইমেইলঃ এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।
ফোনঃ +1 (647) 716-4529, +1 (416) 320-3070